ঠাকুরপুকুরে দশম শ্রেণীর ছাত্রীর রহস্যমৃত্যু, মোবাইল নিয়ে অভিমানেই আত্মঘাতী সন্দেহ
ঠাকুরপুকুর, ২৩ নভেম্বর ( হি. স.): ঠাকুরপুকুর থানার অন্তর্গত পঞ্চানন তলা এলাকায় দশম শ্রেণীর ছাত্রী অঙ্কনা নামে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামনে মাধ্যমিক পরীক্ষা। সেই প্র
ছাত্রীর রহস্য জনক মৃত্যু


ঠাকুরপুকুর, ২৩ নভেম্বর ( হি. স.): ঠাকুরপুকুর থানার অন্তর্গত পঞ্চানন তলা এলাকায় দশম শ্রেণীর ছাত্রী অঙ্কনা নামে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামনে মাধ্যমিক পরীক্ষা। সেই প্রস্তুতির মধ্যেই গত রাতে পরিবারের কাছে নিজের ব্যবহারের জন্য মোবাইল ফোন দাবি করে অঙ্কনা। তবে তার মা তাতে সায় না দেওয়ায় মনঃক্ষুণ্ণ হয়ে পড়ে মেয়েটি।পরে সকালে অঙ্কনার ঘর থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবার। তার গলায় দাগ দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাশ দিয়ে ওড়না বা জামার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নাবালিকা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপর। স্থানীয়দের একাংশের মতে, অঙ্কনা পড়াশোনায় ভালো ছিল এবং তাকে নিয়ে কোনও বড় সমস্যা পরিবারে ছিল না। তবে মোবাইল নিয়ে অভিমানই কি এই চরম ঘটনার কারণ, নাকি আরও কোনও মানসিক চাপ কাজ করছিল— তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande