রাস্তা তৈরিতে তৃণমূলের অন্দরে চাপানউতোর, বিধায়কের দিকে অভিযোগের তীর
বসিরহাট, ২৩ নভেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জমির মালিককে না জানিয়
রাস্তা তৈরিতে তৃণমূলের অন্দরে চাপানউতোর, বিধায়কের দিকে অভিযোগের তীর


বসিরহাট, ২৩ নভেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জমির মালিককে না জানিয়েই তার জমিতে রাস্তা তৈরি হয়েছে। এই জমির মালিক হলেন বসিরহাট সাংগঠনিক জেলার মাইনোরিটি সেলের সম্পাদক আরাবুল ইসলাম ঢালী ওরফে রাজু।

শনিবার বিকালে এই অশান্তির সূত্রপাত হয়। হাসনাবাদ ব্লকের অন্তর্গত মুরারিশা বাজারে ৪০০ ফুটের একটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল। আর এই রাস্তা নিয়েই যত বিতর্ক। রবিবার সুর চড়িয়েছেন জমির মালিক রাজু ঢালী। তিনি রবিবার দাবি করেছেন, তার জমির উপর দিয়েই রাস্তা নির্মাণ হচ্ছে, কিন্তু তাকে কোনও কিছুই বিধায়কের পক্ষ থেকে আগে জানানো হয়নি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande