
কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): পূর্ব ঘোষণা মতোই রবিবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর ২টো পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত।
এদিন সকাল থেকেই বিদ্যাসাগর সেতুতে শুরু হয় রক্ষণাবেক্ষণের কাজ।
গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে হেস্টিংস ক্রসিংয়ের অভিমুখে। কেপি রোড, জিরাট আইল্যান্ডের পশ্চিমমুখী গাড়ি ১১ ফার্লং গেট ঘুরে, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছে। পূর্বমুখী গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে বাঁক নিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে যাতায়াত করছে। রবিবার ছুটির দিন হওয়ায় তেমন ভোগান্তির ছবি দেখা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা