
মুর্শিদাবাদ, ২৩ নভেম্বর (হি. স.) : মুর্শিদাবাদ জেলায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটে সুতি থানার অন্তর্গত মহেন্দ্রপুর এলাকায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে অনুমান, দুরন্ত গতিতে ট্রেন আসার সময়েই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত লাইনে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তদন্ত করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত