
দরং (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : দরং জেলার অন্তর্গত দলগাঁও থানাধীন গড়াখাত গ্রামের বাসিন্দা জনৈক মহিলা গত ১৩ দিন ধরে নিখোঁজ। এ ঘটনাকে কেন্দ্র করে মহিলার পরিবারে হাহাকার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১০ নভেম্বর গড়াখাত গ্রামের বাসিন্দা বছর ৪০-এর সুরতন ভানু আচমকা তাঁর বসতবাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো সেদিনও সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা এবং রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারে উৎকণ্ঠার সৃষ্টি হয়। শুরু হয় খোঁজাখুঁজি।
পরের দিন সকাল থেকে সম্ভাব্য সব জায়গায় সুরতন ভানুর সন্ধানে পরিবারের সদস্যরা যোগাযোগ শুরু করেন। সর্বত্র খুঁজেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দলগাঁও থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন৷ কোনও সহৃদয় ব্যক্তি নিখোঁজ মহিলা সুরতন ভানুর সন্ধান পেলে ৯৭০৬৯৮১৪৯৪ নম্বরে যোগাযোগ করতে তাঁর পরিবারের সদস্যরা আহ্বান জানিয়েছেন৷
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস