উত্তর কলমচৌড়ায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান, ধ্বংস আড়াই লক্ষ গাছ
সোনামুড়া (ত্রিপুরা), ২৩ নভেম্বর (হি.স.) : অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার পুলিশ। রবিবার সকালে উত্তর কলমচৌড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস করা হল প্রায় আড়াই লক্ষ গাঁজা গ
ত্রিপুরা পুলিশ


সোনামুড়া (ত্রিপুরা), ২৩ নভেম্বর (হি.স.) : অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার পুলিশ। রবিবার সকালে উত্তর কলমচৌড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস করা হল প্রায় আড়াই লক্ষ গাঁজা গাছ। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার “মাদকমুক্ত ত্রিপুরা” উদ্যোগকে ভিত্তি করেই এই অভিযান পরিচালিত হয়।

থানার ওসি অরূপ দেববর্মার নেতৃত্বে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা অভিযান চলে। ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), বিএসএফ, সিআরপিএফ ও মহিলা পুলিশসহ শতাধিক সদস্য এই অভিযানে অংশ নেন। উত্তর কলমচৌড়া, বড়মুড়া, বাগানবাড়ি, পাশানিয়া ও তক্কামুড়া অঞ্চলের ২২টি চাষের জমি খুঁজে গাঁজা গাছ উপড়ে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানের সময় শত শত স্থানীয় চাষির রাস্তা অবরোধ ও বাধা দেওয়ার প্রচেষ্টা সত্ত্বেও আইনপ্রয়োগকারী বাহিনী দৃঢ় অবস্থান নিয়ে অভিযান সফল করেন। বিশেষ করে পাশানিয়া এলাকার ঘন জঙ্গলে অভিযান চালিয়ে পুরো ফসল কাটার আগেই গাঁজা গাছ নষ্ট করা সম্ভব হয়েছে বলে জানান কর্মকর্তারা।

অভিযান শেষে ওসি অরূপ দেববর্মা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পুলিশ সর্বদাই সক্রিয়। অবৈধ গাঁজা চাষ ও মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযোগ অব্যাহত থাকবে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande