
আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.) : এনসিসি দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার আগরতলায় সাইক্লোথন ও ওয়াকাথনের আয়োজন করা হয়। এনসিসি অ্যালামনি অ্যাসোসিয়েশন ও ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এনসিসি ক্যাডেটদের সঙ্গে অংশ নেন প্রাক্তন এনসিসি ক্যাডেট সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে সাইক্লোথন ও ওয়াকাথনের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন এনসিসি-এর বিভিন্ন কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, এনসিসি দেশের শৃঙ্খলা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ ও সমাজসেবার মানসিকতা গড়ে তুলতে এনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
এদিকে, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এনসিসি-এর আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এনসিসি দিবসে সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হল এই বিশেষ দিনটি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ