
উদয়পুর (ত্রিপুরা), ২৩ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের বাগমা চাপাতলায় শনিবার রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন লিটন দাস নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে বাগমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন দাসকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বাইক চালক দেবকান্ত দেবনাথকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে বাইক চালানোর ঘটনা ঘটে। ফলে রাস্তায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ