(আপডেট) ৪৫ মিনিট পরে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা চালু
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার চলন্ত মেট্রোর সামনে ঝাঁপের ঘটনার ব্যাহত হয়েছিল পরিষেবা। প্রায় ৪৫ মিনিট পরে সম্পূর্ণ পথে আবার পরিষেবা চালু করা হয়েছে। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ এক ব্যক্তি দমদম স্টেশনে চলন্ত মেট্রোর সামনে
(আপডেট) ৪৫ মিনিট পরে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা চালু


কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার চলন্ত মেট্রোর সামনে ঝাঁপের ঘটনার ব্যাহত হয়েছিল পরিষেবা। প্রায় ৪৫ মিনিট পরে সম্পূর্ণ পথে আবার পরিষেবা চালু করা হয়েছে। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ এক ব্যক্তি দমদম স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন। ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে একটি মেট্রো দমদম স্টেশনে ঢুকছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে এক জন মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। আচমকা তিনি লাইনে ঝাঁপ দেন বলে ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের দাবি। চালক দ্রুত ব্রেক কষলেও ওই ব্যক্তির উপর দিয়ে মেট্রোর চাকা চলে যায়। সঙ্গে সঙ্গে আরপিএফ ও রেল কর্মীরা আসেন। শুরু হয় উদ্ধারের কাজ। ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

উল্লেখ্য, এর আগে গত শনিবার মহাত্মা গান্ধী রোড স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়েছিল। তার আগে গত সপ্তাহেই বৃহস্পতিবার নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ বারবার এই ধরনের ঘটনায় বিপাকে মেট্রোর যাত্রীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande