
তমলুক, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সকালে মহিষাদল থানার মধ্যহিংলি গ্রামে হনুমানের কামড়ে জখম হলেন তিনজন। বর্তমানে তাঁরা বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এলাকাবাসীদের দাবি, এদিন সকালে ধান কাটতে মাঠে যাওয়ার সময় আচমকাই একটি হনুমান তাঁদের কামড়ে দেয়। গুরুপদ মাইতি, বিষ্ণু প্রামাণিক ও গৌরীবালা ভুঁইয়া জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মধ্যহিংলি এবং লাগোয়া ঝাউপাথরা গ্রামে বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। এও জানা যাচ্ছে, এদিন সকালে টিউশনি পড়তে যাওয়ার সময় হনুমানের তাড়া খেয়ে কয়েকজন পড়ুয়া সাইকেল ছেড়ে পুকুরে ঝাঁপ দেয়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ওই হনুমানটিকে উদ্ধারের জন্য বন দফতরকে জানিয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগেও ওই মধ্যহিংলি গ্রামে হনুমানের তাণ্ডবে পর পর বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। বন দফতরের কর্মীরা এলাকায় এলে গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর বন দফতর একটি হনুমান ধরে নিয়ে গেলেও গ্রামবাসীদের দাবি, যে হনুমানটি কামড়ে দেয়, তাকে উদ্ধার করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ