বাংলাদেশ স্মরণীয় ‘পূর্ববঙ্গীয় হিন্দুদের’ ভুলে গিয়েছে, ক্ষোভ তথাগতর
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): “হিন্দু হওয়ার কারণে বর্তমান পূর্ববঙ্গীয়রা যাঁদের অস্বীকার করেছে এবং যাঁদের তারা অজ্ঞাত করেছে”, তার সংক্ষিপ্ত তালিকা পেশ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “পূর্ববঙ্গীয় হিন্দুদের মধ্যে থেকে মেধাবী মনীষী
তথাগত


কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): “হিন্দু হওয়ার কারণে বর্তমান পূর্ববঙ্গীয়রা যাঁদের অস্বীকার করেছে এবং যাঁদের তারা অজ্ঞাত করেছে”, তার সংক্ষিপ্ত তালিকা পেশ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “পূর্ববঙ্গীয় হিন্দুদের মধ্যে থেকে মেধাবী মনীষী: সিলেট থেকে বিপিন চন্দ্র পাল; খুলনার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়,

ঢাকার দীনেশ চন্দ্র সেন, বরিশালের জীবনানন্দ দাস, ময়মনসিংহের আনন্দ মোহন বসু, কুমিল্লার শচীন দেব বর্মণ, নোয়াখালীর মাখন লাল রায় চৌধুরী এবং আরও অনেকে।”

জনৈক ভাস্কর ঘোষাল এক্সবার্তায় এদিন লিখেছেন, “পূর্ববঙ্গে আজ দুই কিংবদন্তির জন্ম, গীতা দত্ত এবং আচার্য জগদীশ চন্দ্র বসু। ফরিদপুর থেকে বিক্রমপুর পর্যন্ত, পূর্ববঙ্গ ভারতকে সঙ্গীত এবং বিজ্ঞানের প্রতীক দিয়েছে, কিন্তু তাদের শিকড় নীরবে মুছে ফেলা হয়েছে। সত্য পুনরুদ্ধারের সময়”

এই বার্তা ভাস্করবাবু যুক্ত করেছেন তথাগতবাবুর এক্স হ্যান্ডলে। তার প্রেক্ষিতে ওপরের মন্তব্য লিখেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande