সড়কপথে বনগাঁর মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী, সভার সময় বদল, হেলিকপ্টার সংস্থাকে শোকজ
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): হেলিকপ্টার সংস্থার লাইসেন্স নিয়ে জটিলতার জেরে হেলিকপ্টারে চড়ে বনগাঁ সফরে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে সড়কপথে মতুয়াগড়ে যান তিনি। তাই বদলাতে হল সভার সময়। যে কপ্টারটিতে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটি
সড়কপথে বনগাঁর মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী, সভার সময় বদল, হেলিকপ্টার সংস্থাকে শোকজ


কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): হেলিকপ্টার সংস্থার লাইসেন্স নিয়ে জটিলতার জেরে হেলিকপ্টারে চড়ে বনগাঁ সফরে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে সড়কপথে মতুয়াগড়ে যান তিনি। তাই বদলাতে হল সভার সময়।

যে কপ্টারটিতে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে প্রায় ৬ মাস চড়েননি তিনি। সেই কপ্টার চড়েই মঙ্গলবার বনগাঁ সফরে যাওয়ার কথা ছিল তাঁর। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মহড়া দেয় কপ্টার। সেই সময় ওই কপ্টারটি মহড়াও দেয়। লাইসেন্সের মেয়াদ যে পেরিয়ে গিয়েছে, তা বলা হয়নি।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে দেখা যায় ওই কপ্টারটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে আর ওই কপ্টারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বাধ্য হয়ে সড়কপথে বনগাঁ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সূত্রের খবর, এই ঘটনায় অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, কেন আগে জানানো হল না, তা তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, কপ্টার সংস্থাটিকে শোকজ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande