
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ দেবকীকুমার বসুর জন্মদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ দেবকীকুমার বসুর জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।
উল্লেখ্য,দেবকীকুমারের জন্ম বর্ধমানে। শক্তি - নামে এক পত্রিকা শক্তিগড় থেকে তাঁর সম্পাদনায় বের হত। জাতির জনক মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিতে তিনি শেষ পর্যন্ত কলেজ ছেড়ে দেন। ১৯৩৫ সালের ঘটনা, দেবকীকুমার বসুর বাড়িতেই বৈঠকখানার মধ্যে চলছে আড্ডা। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপস্থিত। মূলতঃ সমসাময়িক বাংলা সিনেমার কাহিনী বিষয়ক দীর্ঘ আলোচনা চলছে। শরৎচন্দ্রের অভিমত - পৌরাণিক উপাখ্যান নিয়ে যে সিনেমা আর বেশিদিন চলবে না তার ইঙ্গিত দেন। সে দিন উভয়েই এ বিষয়ে একমত হন নি এবং তাঁর ওই মতামতের বিরোধিতা করেন।
প্রসঙ্গতঃ ১৯৩২ সালে দুটি ছবি তাঁর পরিচালনায় মুক্তি পায়। একটি নির্বাক ছবি - নিশির ডাক। অন্য ছবিটি হল - চন্ডীদাস। ওই ছবি দেখে বাঙালি মুগ্ধ হয়ে পড়ে। এরপর থেকেই খ্যাতির শিখরে তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত