
ভুবনেশ্বর, ২৫ নভেম্বর (হি.স.): শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুর জী'র ৩৫০তম বলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। মঙ্গলবার এক্সবার্তায় শিখ ধর্মগুরুকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।
শিক্ষামন্ত্রী জানান, গুরু তেগ বাহাদুরের জীবন ধর্মরক্ষা, সত্যের প্রতি অবিচল নিষ্ঠা এবং অত্যাচারের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত। তিনি স্মরণ করিয়ে দেন, ধর্মীয় অসহিষ্ণুতা ও নির্যাতনের কঠিন সময়ে গুরু তেগ বাহাদুর নিজের প্রাণ বিসর্জন দিয়ে কেবল শিখ নয়, হিন্দু সমাজেরও স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষা করেছিলেন। তিনি আরও জানান, গুরুজির বলিদান আজও ভারতবাসীকে সত্য, ন্যায় এবং ধর্মপথে অবিচল থাকার শক্তি জোগায়। তাঁর ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের পথপ্রদর্শক হিসেবেই অমর হয়ে থাকবে।
প্রসঙ্গত, গুরু তেগ বাহাদুর ১৬২১ সালে জন্মগ্রহণ করেন, ১৬৬৫ থেকে ১৬৭৫ সাল পর্যন্ত শিখদের নেতৃত্ব দেন। ধর্মীয় স্বাধীনতার জন্য করা তাঁর প্রতিবাদের জন্য তিনি স্মরণীয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে ১৬৭৫ সালে তাঁর শিরশ্ছেদ হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য