
শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি এটিএম আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রায়নাওয়ারি এলাকায় জম্মু ও কাশ্মীর ব্যাংকে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রীনগরের রায়নাওয়ারি এলাকায় জম্মু ও কাশ্মীর ব্যাংকের একটি এটিএম আগুনে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল ও জরুরি বিভাগে খবর দেন। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা সত্ত্বেও এটিএম–টি সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনের কারণে এটিএম এর কাছাকাছি পার্ক করা একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ মামলা দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন