পশ্চিমবঙ্গে রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মুর্শিদাবাদ : রাজ্যপাল
রানাঘাট, ২৫ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মুর্শিদাবাদ। উদ্বেগ প্রকাশ করে বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। তিনি বলেন, যখনই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে বা এই ধরণের ঘটনা পরিকল্পিতভাবে ঘটছে বলে খবর পাচ্ছি, তখনই আমি
রাজ্যপাল


রানাঘাট, ২৫ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মুর্শিদাবাদ। উদ্বেগ প্রকাশ করে বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। তিনি বলেন, যখনই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে বা এই ধরণের ঘটনা পরিকল্পিতভাবে ঘটছে বলে খবর পাচ্ছি, তখনই আমি এই জায়গায় গিয়েছি। সমাজে বিভ্রান্তি তৈরির জন্য বিপথগামী রাজনীতিবিদরা এই ধরণের কার্যকলাপ চালাচ্ছেন, এটা সমাজের জন্য ভালো নয়। সম্প্রতি মুর্শিদাবাদের একজন বিধায়ক অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমার এখানে আসার উদ্দেশ্য হল এখানকার অন্তর্নিহিত স্রোতগুলি কী তা নিজেই মূল্যায়ন করা এবং নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ নেওয়া।”

রাজ্যপাল সিভি আনন্দ বোস ট্রেনে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য মঙ্গলবার সকালে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছন। তিনি এদিন মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করতে যাচ্ছেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande