হাওড়ায় তিনমাসের নাতিকে জলে ডুবিয়ে খুন, গ্রেফতার ঠাকুমা
হাওড়া, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সাতসকালে হাড়হিম ঘটনায় উত্তেজনা দেখা দেয় ডোমজুড় থানা এলাকার পিরডাঙা এলাকায়। তিনমাসের নাতিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ ওঠে ঠাকুমার বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঠাকুমাকে গ্র
হাওড়ায় তিনমাসের নাতিকে জলে ডুবিয়ে খুন, গ্রেফতার ঠাকুমা


হাওড়া, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সাতসকালে হাড়হিম ঘটনায় উত্তেজনা দেখা দেয় ডোমজুড় থানা এলাকার পিরডাঙা এলাকায়। তিনমাসের নাতিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ ওঠে ঠাকুমার বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঠাকুমাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, পুলিশের জেরার মুখে পড়ে ঠাকুমা স্বীকার করেছে যে নাতিকে জলে ফেলে খুন করা হয়েছে। মাত্র তিনমাসের সন্তানকে এভাবে হারিয়ে কেঁদে আকুল মা-বাবা। ঠাকুমার ‘নৃশংসতা’ দেখে ফুঁসছেন প্রতিবেশীরা।

শিশুর বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাত্রিকালীন কাজ করেন। রাতে শিশুপুত্রকে নিয়ে যাতে একা থাকতে না হয়, তাই গৃহবধূ ময়না বন্দ্যোপাধ্যায় নিজের মাকে শ্বশুরবাড়িতে এনে রেখেছিলেন। রবিবার বিশেষ কাজের জন্য নিজের বাড়ি যান বধূর মা। তাঁর বদলে ময়নাদেবীর শাশুড়ি অর্থাৎ অভিজিৎবাবুর মাকে নিয়ে আসেন। ঠাকুমার সঙ্গে একরাত ঘুমিয়েছিল ৩ মাসের শিশু। পরের দিনই বিপত্তি ঘটে। মঙ্গলবার ভোরে ময়নাদেবী দেখেন, বিছানায় তাঁর সন্তান নেই। বিছানা ফাঁকা দেখেই তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন। তা শুনে স্থানীয়রা জড়ো হন বাড়ির সামনে। সকলে শিশুকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ঘন্টা দেড় পর এলাকার একটি পুকুরে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

ডোমজুড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তিনমাসের শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, শিশুর মা এবং প্রতিবেশীদের চাপের মুখে পড়ে ঠাকুমা স্বীকার করেন যে তিনি নাতিকে জলে ফেলে দিয়েছেন। পুলিশ ঠাকুমাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande