
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): সান্দাকফুতে বেড়াতে গিয়ে আকস্মিক মৃত্যু হল যাদবপুরের বাসিন্দা এক মহিলার। মৃতের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (৭২)। পরিবারের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
অবিবাহিত অনিন্দিতা বোনের পরিবারের সঙ্গেই মাঝেমধ্যে বেড়াতে যেতেন। এ বারও পাহাড়ে যান বোনের পরিবারের সঙ্গেই। গত ২১ নভেম্বর দার্জিলিংয়ে পৌঁছন। শনিবার টুমলিংয়ে যান। সেখান থেকে রবিবার সান্দাকফু যান। সোমবার সকাল থেকেই তাঁর শরীর খারাপ লাগছিল। এর পরেই সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ সুখিয়াপোখরি থেকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্টে অনিন্দিতার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা