
রোহতাস, ২৫ নভেম্বর (হি.স.) : বিহারের রোহতাস জেলায় স্ত্রী ও বাবাকে গুলি করে আত্মঘাতী হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে দিহরা গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , গ্রামের বাসিন্দা অমিত সিং প্রথমে স্ত্রী নীতু দেবীকে, তারপর বাবা শালিগ্রাম সিংকে গুলি করে হত্যা করে। এরপর বাড়ির সদস্যদের সামনেই সে নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়। পরিবার সূত্রে জানা গেছে, অমিত কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন।
এক পুলিশ আধিকারিক জানান, রাত সাড়ে বারোটা নাগাদ প্রথম গুলির শব্দ পাওয়া যায়। স্ত্রীকে গুলি করার পরে সে তার বাবাকেকেও গুলি করে। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মানসিক অসুস্থতা নাকি অন্য কোনও পারিবারিক কারণ এর জেরে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য