
কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়তেই চালক ও পিছনে বসা তরুণী ছিটকে পড়েন রাস্তায়। আর তখনই দ্রুত গতিতে যাওয়া একটি বাসের চাকা তরুণীর একটি হাতের উপর দিয়ে চলে যায়। মঙ্গলবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের সিটি সেন্টার ২ শপিং মলের কাছে। আহত তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই তরুণী দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। তিনি তাঁর বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন।
জানা যাচ্ছে, বছর পঁচিশের ওই তরুণী মোটরবাইকের পিছনে বসে হলদিরাম থেকে বিশ্ব বাংলা মোড়ের থেকে দিকে যাচ্ছিলেন। মোটরবাইক সার্ভিস লেন ধরে যাচ্ছিল। ওই শপিং মলের কাছে একটি কাট আউট দিয়ে মূল রাস্তায় উঠছিলেন বাইকচালক। সেই সময়ে বিশ্ব বাংলা মোড়ের দিকে একটি যাত্রিবাহী বাস দ্রুত গতিতে যাচ্ছিল। তখনই কোনও ভাবে মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারান। ছিটকে পড়েন দু’জনেই। স্থানীয়দের একাংশ জানান, তরুণীর ডান হাতের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। কনুই থেকে আঙুল পর্যন্ত অংশ আলাদা হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ও পথচলতি মানুষ এবং কর্তব্যরত পুলিশ। দ্রুত ওই তরুণীকে উদ্ধার করে ভি আই পি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ