
হামিরপুর, ২৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুরে কানপুর–সাগর জাতীয় সড়কে ভয়াবহ দুঘটনায় প্রাণ গেল এক মহিলার। মঙ্গলবার সকালে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয় একটি স্কুটিতে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন এক দম্পতি। পরে হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় তাঁর স্বামীকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌদহ থানার অন্তর্গত মদারপুর গ্রামের বাসিন্দা কবির বাবা (৪৭) তাঁর স্ত্রী শাহানা (৩৭) কে নিয়ে স্কুটিতে করে যাচ্ছিলেন। পথে একটি পেট্রোল পাম্পের দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি ওই স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা শাহানাকে মৃত ঘোষণা করেন। স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, গাড়িটি আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য