মালদায় আমবাগান থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ
মালদা, ২৫ নভেম্বর (হি.স.): একদিন নিখোঁজ থাকার পরে স্থানীয় আমবাগান থেকে উদ্ধার হলো এক তৃণমূল কর্মীর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লাহ খান। তাঁর বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। সোমবার বিকেলের পরে থেকেই নিখোঁজ
মালদায় আমবাগান থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ


মালদা, ২৫ নভেম্বর (হি.স.): একদিন নিখোঁজ থাকার পরে স্থানীয় আমবাগান থেকে উদ্ধার হলো এক তৃণমূল কর্মীর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লাহ খান। তাঁর বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। সোমবার বিকেলের পরে থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। অবশেষে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানা এলাকার কাটাগড়ের একটি আমবাগান থেকে ওবায়দুল্লাহর দেহ উদ্ধার করে পুলিশ। দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে তাঁর বাইকটিও।

উল্লেখ্য, এর আগে অক্টোবর মাসেও মালদার এক আম বাগান থেকে একজনের দেহ উদ্ধার হয়েছিল। সেসময় এই ঘটনা ঘটেছিল মালদার চাঁচলে। বাড়ির পাশের আম বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচলে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, খুন করা হয়েছে। কিন্তু কেন খুন তা নিয়ে রহস্য দানা বাঁধে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande