
হায়দরাবাদ, ২৫ নভেম্বর (হি.স.): হায়দরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন আরও সাত জন। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, একটি ইলেকট্রনিক্স শো-রুমে আগুন লেগে ভয়ঙ্কর ওই দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে ওই দোকানে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। শো-রুমের দোতলা ভবনটি আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে দোকানের সামনে পার্ক করে রাখা একটি সিএনজি-চালিত গাড়িতেও আগুন ধরে যায়। মোগরাপুর থানার এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, অগ্নিকাণ্ডে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গিয়েছেন। এছাড়াও, ওই দোকানের মালিক-সহ মোট সাত জন আগুনে পুড়ে জখম হয়েছেন।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাউথ জোন) কিরণ প্রভাকর খারে বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শোরুমের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ