প্রদীপ করকে নিয়ে পুলিশকর্তার মন্তব্যকে কটাক্ষ তথাগতর
কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): আগরপাড়ার মৃত প্রদীপ করকে নিয়ে পুলিশকর্তার মন্তব্যকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন,“ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর জনসমক্ষে বলেছেন যে প্রদীপ কর বিষণ্ণতায় ভুগছিলেন। আ
Tathagata Roy


কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): আগরপাড়ার মৃত প্রদীপ করকে নিয়ে পুলিশকর্তার মন্তব্যকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন,“ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর জনসমক্ষে বলেছেন যে প্রদীপ কর বিষণ্ণতায় ভুগছিলেন। আপনি কি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, এবং তিনি কি ওষুধ খেতেন, বা কাউন্সেলিংয়ে ছিলেন? বিষণ্ণ ব্যক্তিরা আত্মহত্যার প্রবণতা পোষণ করেন।”

প্রসঙ্গত, এসআইআর আবহে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে আগরপাড়ার মৃত প্রদীপ করকে নিয়ে। তাঁর বাড়িতে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সুইসাইড নোটটি কি আদৌ প্রদীপ করেরই লেখা? তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর সমস্ত জিনিস খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। অভিযোগ উঠেছে, রাজ্যের শাসক দল এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande