
কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): সোমবার সাতসকালে খাস কলকাতায় প্রকাশ্যে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পিঠে গুলি লাগে পঞ্চাশোর্ধ্ব এক মহিলার। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যাচ্ছে, এই শুটআউটের নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন। মূল অভিযুক্ত আক্রান্ত মহিলার প্রতিবেশী তথা প্রেমিক বাবু নামে এক যুবক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। বাবুকে নাগালে পেলে এই ঘটনার দ্রুত কিনারা হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত মহিলা মৌসুমী হালদার বিবাহিত, এক ছেলের মা। তাঁর সঙ্গে প্রতিবেশী বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবুর স্ত্রী বছর পাঁচ আগে মারা যান, তাঁর এক মেয়ে আছে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মৌসুমীদেবীর সঙ্গে তাঁর প্রেম।
এই সম্পর্কের কথা জানতেন প্রতিবেশীরাও। তাঁরা নাকি গোপনে বিয়েও করেছেন, এমন কানাঘুষো শোনা গিয়েছিল। তবে এ বিষয়ে নিশ্চিত নন পাড়ার লোকজনও। মৌসুমীর সঙ্গে বাবুর সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি হতো প্রায়শই। সম্প্রতি নাকি মৌসুমী হালদার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। তার কারণ হিসেবে তিনি জানান, দু’জনেরই সন্তানরা বড় হয়েছে। তাছাড়া বাবুর ‘বৈধ স্ত্রী’ নন তিনি। তাই সম্পর্কে আর থাকতে চান না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত