
মুম্বই, ৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার আসন্ন রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ভারত এ দল মঙ্গলবার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৪ থেকে ২৩ নভেম্বর কাতারে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মা দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে কিশোর ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীও ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন। পঞ্জাবের অলরাউন্ডার নমন ধীর দলের সহ-অধিনায়ক হয়েছেন।
১৪ নভেম্বর দোহার ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহী বিরুদ্ধে ভারত অভিযান শুরু করবে। ভারত,ওমান, সংযুক্ত আরব আমিরশাহী এবং পাকিস্তানকে 'এ' গ্রুপে রাখা হয়েছে। 'বি' গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ , হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।
পূর্ণাঙ্গ দল
প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (সহ অধিনায়ক ), সূর্য্যশ সেডগে, জিতেশ শর্মা (উইকেট কিপার ও অধিনায়ক),রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার ভিশক, যুধবীর সিং চরক, অভিষেক শর্মা,স্ট্যান্ড-বাই প্লেয়ার: গুরনুর সিং ব্রার, কুমার কুশাগরা, তানুশ কোটিয়ান, সমীর রিজভি, শাইক রশিদ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি