
লখনউ, ৪ নভেম্বর(হি.স.): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টস মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার টম মুডিকে টি-২০ লিগের আসন্ন মরশুমের জন্য তাঁদের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ করেছে। ৬০ বছর বয়সী মুডি সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দুবার কোচিং করেছেন। ২০২২ সালে ব্রায়ান লারা প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর তিনি ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দেন।
এলএসজি তাঁদের সামাজিক মাধ্যমে মুডির একটি ছবি পোস্ট করেছে যার শিরোনাম ছিল অভিজ্ঞতা। দৃষ্টিভঙ্গি। নেতৃত্ব। সুপার জায়ান্টস ইউনিভার্সে আপনাকে স্বাগতম, টম মুডি ! । অস্ট্রেলিয়ার হয়ে খেলোয়াড় হিসেবে থাকাকালীন মুডি আটটি টেস্ট এবং ৭৬টি ওয়ানডে খেলেছেন, দুটি ফরম্যাটেই এক সঙ্গে ১৬৬৭ রান এবং ৫৪টি উইকেট নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি