ডঃ মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন অষ্টম রাষ্ট্রীয় উৎকৃষ্টতা পুরস্কার ২০২৫ ঘোষণা করেছে
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): ডঃ মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন বুধবার অষ্টম রাষ্ট্রীয় উৎকৃষ্টতা পুরস্কার ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। প্
ডঃ মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন অষ্টম রাষ্ট্রীয় উৎকৃষ্টতা পুরস্কার ২০২৫ ঘোষণা করেছে


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): ডঃ মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন বুধবার অষ্টম রাষ্ট্রীয় উৎকৃষ্টতা পুরস্কার ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের জন্য ১ লক্ষ টাকা নগদ, একটি স্মারক এবং একটি শংসাপত্র দেওয়া হয়।

এই বছর রাজনৈতিক প্রতিবেদন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী সাক্ষাৎকার এর জন্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ডেপুটি এডিটর লিজ ম্যাথিউকে সাংবাদিকতায় উৎকর্ষতার পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উপর প্রভাবশালী প্রতিবেদনের জন্য পিটিআইয়ের চিফ করেসপন্ডেন্ট উজমি আথারকে বিজ্ঞান সাংবাদিকতায় পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। শিল্প ও সংস্কৃতি বিভাগে লেখক এবং চলচ্চিত্র পরিচালক সাগরি ছাবড়াকে স্বাধীনতা সংগ্রামের উপেক্ষিত অধ্যায় এবং বীরদের উপর তার গবেষণাধর্মী কাজের জন্য সম্মানিত করা হবে। পরিবেশ সুরক্ষা এবং বনভূমি ধ্বংসের উপর চিত্তাকর্ষক তথ্যচিত্রের জন্য কেরলের মাতৃভূমি নিউজের সহযোগী সম্পাদক বিজু পঙ্কজকে বিজ্ঞান প্রতিবেদন বিভাগে বিশেষ পুরষ্কার দেওয়া হবে।

চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম প্রকাশের জন্য কেরল কৌমুদির চিফ নিউজ এডিটর ভি.এস. রাজেশ এই পুরষ্কার পাবেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনে হাসপাতাল এবং স্টেন্ট সরবরাহকারীদের মধ্যে যোগসূত্র উন্মোচিত হয়েছে, যার ফলে কেন্দ্রীয় সরকার স্টেন্টের দাম কমিয়েছে।

সমাজসেবার জন্য শ্রী দত্তোপন্ত ঠেঙ্গাদি সেবা সম্মান প্রদান করা হবে আর্ষ বিদ্যা সমাজমের প্রতিষ্ঠাতা আচার্য কে.আর. মনোজ এবং দিব্য প্রেম সেবা মিশনের অধ্যক্ষ আশিস গৌতমকে। প্রবাসী ভারতীয় উৎকৃষ্টতা সম্মান বাহরাইন এবং সৌদি আরবের আমাদ গ্রুপের চেয়ারম্যান পম্বাবাসন নায়ারকে তার জনহিতকর কাজ এবং সুবিধাবঞ্চিতদের সহায়তার জন্য প্রদান করা হবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আর. বালাশঙ্কর জানিয়েছেন যে এই বছর, সারা দেশ থেকে ১,০০০ টিরও বেশি আবেদনপত্র জমা পড়েছিল, যেখান থেকে একটি বিশেষজ্ঞ কমিটি বিজয়ীদের নির্বাচন করেছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি ২৯ নভেম্বর, ২০২৫ এ নয়াদিল্লির সংসদ মার্গের এনডিএমসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande