
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক জয়ের প্রশংসায় ভাসালেন মেয়েদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বিকেলেই ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছন হরমনপ্রীতরা। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁরা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি, ২ নভেম্বর নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল এক আবেগঘন মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদী টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা