
বারাণসী, ৫ নভেম্বর (হি.স.): কার্তিক পূর্ণিমায় অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল বারাণসী। বুধবার সন্ধ্যায় বারাণসীর গঙ্গা ঘাটে দেব দীপাবলি উদযাপন শুরু হয়। ১ থেকে ৪ নভেম্বর শহরে গঙ্গা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, এদিন রাতে গঙ্গার তীরে একটি জমকালো দেব দীপাবলি অনুষ্ঠিত হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীতে দেব দীপাবলি উদযাপনে যোগ দেন। কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে এদিন অযোধ্যার সরযূ ঘাটেও সন্ধ্যায় আরতি করা হয়।
দেব দীপাবলি কখন পালিত হয়?
প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। দীপাবলির প্রায় ১৫ দিন পরে এই দিনটি পালিত হয়। এই বছর, দেব দীপাবলি পালিত হবে ৫ নভেম্বর।
কেন দেব দীপাবলি পালিত হয়?
পুরাণ অনুসারে, এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। আনন্দে, দেবতারা স্বর্গ ও পৃথিবীতে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেছিলেন। তারপর থেকে, প্রতি বছর এই দিনে দেব দীপাবলি পালনের ঐতিহ্য অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা