ভারত-রোমানিয়া ব্যবসায়িক ফোরামে প্রযুক্তি ও শিল্পে সহযোগিতা
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বুধবার রোমানিয়ার ব্রাসোভে অনুষ্ঠিত ইন্ডিয়া-রোমানিয়া বিজনেস ফোরামে অংশগ্রহণ করেন। তিনি দুই দেশের মধ্যে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং প্রযুক্তি অংশীদারিত্ব বাড়ানোর
ভারত-রোমানিয়া ব্যবসায় ফোরামে প্রযুক্তি ও শিল্পে সহযোগিতা


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বুধবার রোমানিয়ার ব্রাসোভে অনুষ্ঠিত ইন্ডিয়া-রোমানিয়া বিজনেস ফোরামে অংশগ্রহণ করেন। তিনি দুই দেশের মধ্যে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং প্রযুক্তি অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানান। ফোরামে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিতিন প্রসাদ। রোমানিয়ার শিল্পপতিরা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ এবং প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের মাধ্যমে ভারতের উৎপাদন ও উদ্ভাবনী ক্ষেত্রে বিনিয়োগ করতে আমন্ত্রণ পান। অনুষ্ঠানে অটোমোবাইল, প্রতিরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, অ্যারোস্পেস, ইঞ্জিনিয়ারিং সেবা ও তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। ভারতের নতুন নীতি, বিনিয়োগ বান্ধব উদ্যোগ এবং শিল্প করিডরের সুবিধা নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। এছাড়া, ভারতীয় ও রোমানিয়ান কোম্পানির মধ্যে মউ স্বাক্ষর অর্থাৎ ভারতের এবং রোমানিয়ার কোম্পানিগুলোর মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে, যা ভবিষ্যতে যৌথ উদ্যোগ, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার পথ খুলবে। জিতিন প্রসাদ বলেন, “ব্রাসোভের উদ্ভাবনী পরিবেশ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘ডিজিটাল ইন্ডিয়া’-র লক্ষ্য ও জোরাল প্রবৃদ্ধির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande