উলানবাটার থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরলেন ২২৮ জন যাত্রী
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে আটকে থাকা ২২৮ জন যাত্রীকে দেশে ফিরিয়ে আনল এয়ার ইন্ডিয়ার বিমান। বুধবার সকালে সংস্থার বিশেষ ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সোমবার সান ফ্রান্সিসক
উলানবাটার থেকে এয়ার ইন্ডিয়ার উদ্ধার ফ্লাইটে দেশে ফিরলেন ২২৮ যাত্রী


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে আটকে থাকা ২২৮ জন যাত্রীকে দেশে ফিরিয়ে আনল এয়ার ইন্ডিয়ার বিমান। বুধবার সকালে সংস্থার বিশেষ ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সোমবার সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭৪ একটি প্রযুক্তিগত কারণে সতর্কতামূলকভাবে উলানবাটার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। পরে মঙ্গলবার বিকেলে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (এআই-১৮৭) পাঠিয়ে আটকে পড়া যাত্রী ও ক্রুদের উদ্ধার করে এয়ার ইন্ডিয়া।

বুধবার এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, “উলানবাটারে আটকে থাকা সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে দেশে ফিরেছেন। যাত্রীদের সহায়তার জন্য ভারত সরকার, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন, ভারতীয় দূতাবাস এবং স্থানীয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই।”

সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, “এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীরা যে ধৈর্য ও সহযোগিতা দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande