
কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): বর্ধমান – আসানসোল বিভাগে 63527/63528 দুর্গাপুর –আসানসোল– দুর্গাপুর মেমু বুধবার থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
রেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, যান্ত্রিক রক্ষণাবেক্ষণের (প্রি ইন্টারলকিং) কাজের জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত