
শ্রীনগর, ৫ নভেম্বর (হি.স.): শ্রীনগরের রাজবাগে আগুন লাগল জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের বিজনেস ইউনিটে। বুধবার বিকেলে শ্রীনগরের রাজবাগ এলাকায় জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের ব্যবসায়িক ইউনিটে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। অগ্নিকাণ্ডের জেরে ব্যাঙ্কের ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছুটা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা