ভূস্বর্গে অপারেশন ছত্রু, বুধবার ভোর থেকে জারি সেনা-জঙ্গি গুলির লড়াই
কিশতওয়ার, ৫ নভেম্বর (হি.স.): ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই। কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায় অপারেশন ছত্রু শুরু করেছে সেনা। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গি
সেনা-জঙ্গি গুলির লড়াই


কিশতওয়ার, ৫ নভেম্বর (হি.স.): ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই। কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায় অপারেশন ছত্রু শুরু করেছে সেনা।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়েছে। কোনও জঙ্গিকে খতম করা হয়েছে কি না, সেই ব্যাপারে এখনই কিছু জানানো হয়নি। গত সেপ্টেম্বরেই কিশতওয়ারে গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী।

সূত্রের খবর, উঁচু পার্বত্য এলাকার ছত্রুতে গত কয়েক বছরে একাধিকবার জঙ্গি তৎপরতা দেখা গিয়েছে। এ বারেও বেশ কিছু দিন ধরে দু’-তিনজন জঙ্গি ওই এলাকায় গা-ঢাকা দিয়েছিল। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে সক্রিয় ছিল এই দলটি। নিরাপত্তাবাহিনীও তাদের গতিবিধির উপর কড়া নজর রাখছিল। তার পরই বুধবার ভোর থেকে জঙ্গিদমন অভিযানে নামে বাহিনী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande