বিহারে আগামীকাল প্রথম দফার ভোট, ১২১টি আসনে হবে ভোটগ্রহণ
পাটনা, ৫ নভেম্বর (হি.স.): বিহারের ১৮ জেলায় ১২১ বিধানসভা আসনের ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার, ৬ নভেম্বর । প্রথম ধাপে ভোট দেবেন ৩.৭৫ কোটি ভোটার, যার মধ্যে ১.৯৮ কোটি পুরুষ, ১.৭৭ কোটি মহিলা, ৭.৩৮ লক্ষ প্রথমবার ভোটার এবং ৭৫৮ তৃতীয় লিঙ্গের ভোটার। ভোটগ্রহণ হব
বিহার ভোটের প্রথম ধাপ বৃহস্পতিবার: ১২১ আসনে ৩.৭৫ কোটি ভোটার ভোট দেবেন


পাটনা, ৫ নভেম্বর (হি.স.): বিহারের ১৮ জেলায় ১২১ বিধানসভা আসনের ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার, ৬ নভেম্বর । প্রথম ধাপে ভোট দেবেন ৩.৭৫ কোটি ভোটার, যার মধ্যে ১.৯৮ কোটি পুরুষ, ১.৭৭ কোটি মহিলা, ৭.৩৮ লক্ষ প্রথমবার ভোটার এবং ৭৫৮ তৃতীয় লিঙ্গের ভোটার। ভোটগ্রহণ হবে ৪৫,৩৪১টি বুথে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে, চলবে বিকেল ৬টা পর্যন্ত। নিরাপত্তাজনিত কারণে কিছু বুথে ভোট বিকেল ৫টায় শেষ হবে।

বিহার রাজ্য পুলিশ এবং ১,৬৫০ কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে সিসিক্যামেরাতে নজরদারি থাকবে এবং জেলা পর্যায়ে কন্ট্রোল রুম তদারকি করবে। ভোটাররা অনিয়মের ঘটনা ডায়াল ১১২ বা সংশ্লিষ্ট পুলিশ হেল্পলাইনে রিপোর্ট করতে পারবেন। প্রার্থী ও রাজনৈতিক দলগুলো: মোট ১,৩১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনডিএ জোটের আসন

জনতা দল ইউনাইটেড (জেডিইউ) – ৫৭ আসন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) – ৪৮ আসন

এলজেপি – ১৪ আসন

রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) – ২ আসন

মহাগঠবন্ধনৃ–এর আসন

আরজেডি (তেজস্বী যাদব নেতৃত্বাধীন) – ৭৩ আসন

কংগ্রেস – ২৪ আসন

সিপিআই-এমএল – ১৪ আসন

ভিআইপি – ৫ আসন

সিপিআই – ৫ আসন

সিপিএম ও ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টি (আইআইপি) – ৩টি আসন

প্রধান প্রার্থীরা

উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (তারাপুর) ও বিজয় কুমার সিনহা (লখিসরাই)

তেজস্বী যাদব (রাঘোপুর) ও তেজ প্রতাপ যাদব (মহুয়া)

বর্তমান সরকারের ১৪ জন মন্ত্রী, বিভিন্ন প্রভাবশালী শিল্পী ও রাজনীতিবিদরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, পূর্বের ফলাফলের প্রেক্ষাপট অনুসারে ২০২০ সালের নির্বাচনে এই ১২১ আসনে এনডিএ (জেডিইউ + বিজেপি) মিলিতভাবে ৫৯ আসন জিতেছিল, আর মহাগঠবন্ধন ৬১ আসন পেয়েছিল। পশ্চিম বিহারে মহাগঠবন্ধনের প্রাধান্য ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande