অক্টোবরে রেলের মালদা বিভাগে জরিমানা বাবদ আয় ৮১ লক্ষেরও বেশি
কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): ২০২৫ সালের অক্টোবরে ১৪৪৫৯টি মামলা সনাক্ত: জরিমানা হিসেবে ৮১.৩৪ লক্ষ টাকারও বেশি আদায় করা হয়েছে। পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, উৎসবের মরশুমে নৈতিক ভ্রমণ নিশ্চিত করার চেষ্টায় মালদা বিভাগে এই টিকিট
অক্টোবরে রেলের মালদা বিভাগে জরিমানা বাবদ আয় ৮১ লক্ষেরও বেশি


কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): ২০২৫ সালের অক্টোবরে ১৪৪৫৯টি মামলা সনাক্ত: জরিমানা হিসেবে ৮১.৩৪ লক্ষ টাকারও বেশি আদায় করা হয়েছে।

পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, উৎসবের মরশুমে নৈতিক ভ্রমণ নিশ্চিত করার চেষ্টায় মালদা বিভাগে এই টিকিট পরীক্ষা এবং যাত্রী সচেতনতা অভিযান পরিচালিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande