ফরাক্কার এনটিপিসি মোড়ে চলন্ত বাইকে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের
ফরাক্কা, ৫ নভেম্বর ( হি. স.):-ফরাক্কা থানার অন্তর্গত এনটিপিসি মোড়ে বুধবার সকালে জাতীয় সড়ক ১২ নম্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত অবস্থায় একটি বাইকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে, এরপর মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন ধরে যায়। অল্পের জন্য
জ্বলন্ত মোটর সাইকেল


ফরাক্কা, ৫ নভেম্বর ( হি. স.):-ফরাক্কা থানার অন্তর্গত এনটিপিসি মোড়ে বুধবার সকালে জাতীয় সড়ক ১২ নম্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত অবস্থায় একটি বাইকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে, এরপর মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন ধরে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক অমিয় মণ্ডল। জানা গেছে, মালদার চাঁচল ব্লকের বিডিও অফিসের কর্মী অমিয় মণ্ডল সেদিন সকালে নিজের বাইকে করে চাঁচল থেকে ফরাক্কার ব্রাহ্মণগ্রামে বাড়ি ফিরছিলেন। এনটিপিসি মোড়ের কাছে এসে তিনি লক্ষ্য করেন বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে। দ্রুত রাস্তার পাশে গাড়ি থামাতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গোটা বাইকে। অমিয়বাবু কোনোমতে সরে গিয়ে প্রাণে বাঁচেন। আগুনে মুহূর্তের মধ্যেই পুড়ে যায় পুরো বাইকটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাহায্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, “সবটা ঘটেছে কয়েক সেকেন্ডে। বাইক থামাতেই আগুন ধরে যায়, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম।” সকালে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande