মির্জাপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত ৪, সমবেদনা যোগী আদিত্যনাথের
লখনউ, ৫ নভেম্বর (হি. স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে চুনার জংশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ওই যাত্রীদের ধাক্কা দেয়। ঘটনায় নিহ
মির্জাপুরে রেললাইন অ্যক্সিডেন্ট


লখনউ, ৫ নভেম্বর (হি. স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে চুনার জংশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ওই যাত্রীদের ধাক্কা দেয়। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গেছে, এদিন চুনার জংশনে চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা। তাঁরা তাড়াহুড়ো করে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও রেলের তরফে মৃতের সঠিক সংখ্যা এখনও জানানো হয়নি। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে বলে অনুমান। মুখ্যমন্ত্রী এসডিআরএফ এবং এনডিআরএফ দলকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande