বিহার লণ্ঠনের যুগ থেকে বেরিয়ে এলইডি-র যুগে চলে এসেছে : জে পি নাড্ডা
পূর্ব চম্পারণ, ৫ নভেম্বর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে জে পি নাড্ডাও তোপ দাগলেন আরজেডি-র বিরুদ্ধে। তিনি বলেন, বিহার লণ্ঠনের যুগ থেকে বেরিয়ে এলইডি-র যুগে চলে এসেছে। বুধবার বিহারের পূর্ব চম্পারণে এক নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেন,
জে পি নাড্ডা


পূর্ব চম্পারণ, ৫ নভেম্বর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে জে পি নাড্ডাও তোপ দাগলেন আরজেডি-র বিরুদ্ধে। তিনি বলেন, বিহার লণ্ঠনের যুগ থেকে বেরিয়ে এলইডি-র যুগে চলে এসেছে। বুধবার বিহারের পূর্ব চম্পারণে এক নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেন, এই নির্বাচন বিহারকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া এবং উন্নয়নের গতি স্থিতিশীল করার বিষয়ে। আরও একটি বিষয়: যতক্ষণ না কেউ অন্ধকারের ট্র্যাজেডি বুঝতে পারে, ততক্ষণ আলোর গুরুত্ব বুঝতে পারে না।

নাড্ডা জনগণের উদ্দেশ্যে বলেন, ''মনে রাখবেন, লালু প্রসাদ যাদবের শাসনকালে ৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত, বিহার ছিল একটি অন্ধকার রাজ্য, জঙ্গলরাজের বিহার। এখন মোদীজির আশীর্বাদ এবং নীতিশ কুমারের কঠোর পরিশ্রমে, বিহার লণ্ঠনের যুগ থেকে এলইডি যুগে চলে গেছে। নাড্ডা আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী যখনই বিদেশ সফর করেন, তিনি বিশ্ব নেতাদের মধুবনী চিত্রকর্ম উপহার দেন। আমরা ভাগলপুর সিল্কের প্রচার করি। আমরা মাখনা বোর্ড প্রতিষ্ঠা করেছি এবং উত্তর বিহারের পরিচয় হয়ে ওঠা মাখনাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাচ্ছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande