
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার স্মরণ করেছেন বিখ্যাত লোকগায়িকা শারদা সিনহাকে, যিনি ‘বিহার কোকিলা’ নামে পরিচিত ছিলেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, “কোকিলা শারদা সিনহা জিকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা। লোকসঙ্গীতের মাধ্যমে তিনি বিহারের শিল্প ও সংস্কৃতিকে নতুন পরিচয় দিয়েছেন। ছট উৎসবের সঙ্গে সম্পর্কিত তাঁর সুমধুর গানগুলো মানুষের মনে চিরকাল থাকবে।” প্রসঙ্গত, শারদা সিনহা, ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। মৈথিলী ও ভোজপুরী ভাষার লোকসঙ্গীতে তাঁর কণ্ঠের জন্য তিনি সমাদৃত ছিলেন। জীবদ্দশায় তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ-সহ বহু সম্মাননা অর্জন করেছেন এবং মৃত্যুর পর মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। শারদা সিনহার কণ্ঠ জনপ্রিয় হিন্দি সিনেমায়ও শোনা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য ‘মেনে প্যায়ার কিয়া’ এবং ‘গ্যাংস অফ ওয়াসেপুর’। শারদা সিনহার অবদান ভারতীয় লোকসংস্কৃতি এবং ছট উৎসবের অমর ঐতিহ্যের অংশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য