
নয়াদিল্লি, ৫ নভেম্বর ( হি. স.) : বুধবার সারা দেশেজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, শ্রী গুরু নানক দেবজির জীবন ও উপদেশ মানবজাতিকে চিরন্তন জ্ঞানের পথে পরিচালিত করে চলেছে। তাঁর করুণা, সমতা, বিনয় ও সেবার শিক্ষা আজও প্রেরণার উৎস। তাঁর প্রকাশ পূরবে শুভেচ্ছা। তাঁর ঐশ্বরিক আলো বিশ্বকে চিরকাল আলোকিত করুক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য