সুপরিকল্পিত চক্রান্ত চলছে, রাহুলকে তোপ দেগে মন্তব্য রিজিজুর
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু। বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান রাহুল গান্ধী। নানা
কিরেন রিজিজু


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু। বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান রাহুল গান্ধী। নানা ধরনের অভিযোগ আনেন।

এরই প্রেক্ষিতে এদিন রাহুলকে কটাক্ষ করে কিরেন রিজিজু বলেন, এখন নিজের ব্যর্থতা লুকানোর জন্য, বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও সাংবাদিক সম্মেলন করছেন। বিহারে ভোটগ্রহণের আর দুই দিন বাকি, কিন্তু তার আগে, রাহুল গান্ধী হরিয়ানার গল্প বলছিলেন। এটি স্পষ্টভাবে দেখায় যে, বিহারে কোনও ইস্যু অবশিষ্ট নেই, তাই মনোযোগ সরাতে হরিয়ানার বিষয়টি তৈরি করা হচ্ছ। তিনি (রাহুল গান্ধী) বলেছিলেন, হরিয়ানার এক্সিট পোলে কংগ্রেস জিতেছে। ২০০৪ সালের নির্বাচনের সময়ও এক্সিট পোল এবং মতামত সমীক্ষাগুলি বিজেপি এবং এনডিএ-র জয় ঘোষণা করছিল, কিন্তু গণনার ফলাফলে এনডিএ হেরে গেছে। আমরা ফলাফল মেনে নিয়েছি এবং ইউপিএ-কে অভিনন্দন জানিয়েছি, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে কুকথা বলি না। গণতন্ত্রে, জয় এবং পরাজয় উভয়ই মেনে নিতে হয়। কিন্তু যখন এক্সিট পোল কংগ্রেসের পক্ষে আসে, তখন তাঁরা হাততালি দেন এবং যখন বিপক্ষে যায়, তখন তিনি মিডিয়াকে কুকথা বলেন।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাহুল গান্ধী কেবল বিজেপিকেই নয়, আমাদের দেশের ব্যবস্থা এবং দেশের প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতাকেও নিশানা করছেন। আপনারা তাঁকে সেনাবাহিনীকে নিশানা করতে দেখবেন। তারপর, যদি আদালতের সিদ্ধান্ত ন্যায্য না হয়, তাহলে তিনি সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগকে আক্রমণ করবেন। নির্বাচন কমিশন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অর্থ হল আপনি সেগুলিকে নিশানা করছেন। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande