
কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): “রেলওয়ে আইনের অধীনে অ্যালার্ম চেইন টানা (এসিপি) ব্যবস্থার অপব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এই বার্তা এবং সংশ্লিষ্ট তথ্য-সহ ট্রেনে চেন টানার ব্যাপারে যাত্রীদের সতর্ক করল রেল কর্তৃপক্ষ।
প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “পূর্ব রেলওয়ে যাত্রীদের দায়িত্বশীলভাবে কাজ করার এবং অ্যালার্ম চেইনের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এই ধরনের কাজ কেবল ট্রেন বিলম্বিত করে না বরং সহযাত্রীদের নিরাপত্তা এবং আরামের সাথে আপসও করে।
১ জানুয়ারী ২০২৫ থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত, পূর্ব রেলওয়ের চারটি বিভাগে মোট ৩,৮৩৯টি অ্যালার্ম চেইন টানার ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে ৩,৬৫১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যান নিম্নরূপ: আসানসোল বিভাগ: ১,২২৩টি মামলা; ১,১৯১ জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে মালদা বিভাগ: ১,২৭৮টি মামলা; ১,২৫০ জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া বিভাগ: ১,১৫৯টি মামলা; ১,০৩২ জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে শিয়ালদহ বিভাগ: ১৭৯টি মামলা; ১৭৮ জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনাগুলির ফলে মেল/এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনগুলিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে, যা কেবল যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাই নয়, প্রয়োজনীয় পণ্য পরিবহনেও প্রভাব ফেলে। এই ধরনের বিলম্বের ফলে প্রায়শই যাত্রীরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্ট, চাকরির সাক্ষাৎকার বা পরীক্ষা দেওয়ার সময় যেতে পারেন না।
শুধুমাত্র ২০২৫ সালের অক্টোবর মাসেই, মোট ৯৮টি দূরপাল্লার মেল/এক্সপ্রেস ট্রেন অ্যালার্ম চেইন টানার কারণে সময়ানুবর্তিতা হারিয়েছে — আসানসোল বিভাগে ৩৭টি, মালদা বিভাগে ৩১টি এবং হাওড়া বিভাগে ২৭টি। পূর্ব রেল আবারও যাত্রীদের কাছে কেবলমাত্র প্রকৃত জরুরি পরিস্থিতিতে অ্যালার্ম চেইন ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত