জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে গ্রেফতার শিলিগুড়ির মহিলা এজেন্ট
খড়িবাড়ি, ৫ নভেম্বর (হি. স. ): শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার হল শিলিগুড়ির এক মহিলা এজেন্ট। এই নিয়ে জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মোট ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নীলিমা রায় শিলিগুড়ির অরবিন্দপল
জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে গ্রেফতার শিলিগুড়ির মহিলা এজেন্ট


খড়িবাড়ি, ৫ নভেম্বর (হি. স. ): শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার হল শিলিগুড়ির এক মহিলা এজেন্ট। এই নিয়ে জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মোট ৫।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নীলিমা রায় শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা। জালিয়াতি চক্রের এজেন্ট হিসেবে কাজ করত সে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে চলতি বছরের মে থেকে জুলাই এই কয়েক মাসে ৮৭০টি জাল শংসাপত্র তৈরির হদিশ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত পার্থ সাহা সহ পাঁচ জনকে গ্রেফতার করে। অভিযুক্ত পার্থ সাহার কাছ থেকে মোটা টাকার বিনিময়ে এই মহিলা জন্মমৃত্যু শংসাপত্র তৈরি করত বলে অভিযোগ।

পুলিশের অনুমান, জালিয়াতি চক্রের জাল বহুদূর বিস্তৃত। মঙ্গলবার রাতে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ওই মহিলাকে গ্রেফতার করে। এদিন তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ। অভিযুক্ত নীলিমাকে রিমান্ডে নিয়ে চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande