
নয়াদিল্লি, ৫ নভেম্বর ( হি. স.) : ভারতীয় নৌবাহিনী বৃহস্পতিবার কোচির নৌ ঘাঁটিতে ‘ইক্ষক’ নামে আধুনিক সার্ভে জাহাজটি আনুষ্ঠানিকভাবে ফ্লিটে কমিশন করবে। অর্থাৎ জাহাজটি নৌবাহিনীর সক্রিয় বাহিনীর অংশ হিসেবে যুক্ত হয়ে সমস্ত নৌঅপারেশন ও সমীক্ষায় ব্যবহারযোগ্য হবে।
নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ‘ইক্ষক’ জাহাজটি হল সার্ভে ভেসেল (লার্জ) ক্লাসের তৃতীয় জাহাজ, যা নির্মাণ করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এবং এতে অংশ নিয়েছে বহু ভারতীয় ছোট ও মাঝারি সংস্থা। জাহাজটির ৮০% উপকরণ দেশীয়, যা প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সাফল্যকে তুলে ধরেছে।
প্রসঙ্গত,ইক্ষক’ অর্থ “গাইড”। এটি মূলত উপকূলীয় এলাকা, গভীর সমুদ্র, বন্দর এবং ন্যাভিগেশন চ্যানেলের হাইড্রোগ্রাফিক সমীক্ষার জন্য ব্যবহার হবে। জাহাজটিতে রয়েছে আধুনিক সরঞ্জাম যেমন মাল্টি-বিম ইকো সাউন্ডার, অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি), রিমোটলি অপারেটেড ভেহিকল (আরওভি) এবং চারটি সার্ভে মোটরবোট।
জাহাজটিতে হেলিকপ্টার ডেকও রয়েছে, যা বিভিন্ন মিশনের জন্য অপারেশনাল সক্ষমতা বাড়াবে। এই নতুন জাহাজ ভারতের সামুদ্রিক সক্ষমতা শক্তিশালী করবে এবং নৌবাহিনীর আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। এটি হবে এই শ্রেণির প্রথম জাহাজ যা সাউদার্ন ন্যাভাল কমান্ড-এ ভিত্তি স্থাপন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য