
কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): ভারতের কেন্দ্রীয় সরকার ভাঙার হুঁশিয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
একজনের নাম বাদ গেলে বিজেপির সরকার ভেঙে ছাড়ব! অক্ষমের আস্ফালন! বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য কি অপার মমতা!
মমতা কি পশ্চিমবঙ্গের মানুষকে নিজের মতো নির্বোধ মনে করেন? একটিমাত্র রাজ্যে আবদ্ধ একটি পুঁচকে দল, দলের নামের আগে শখ করে 'স-র্ব-ভা-র-তী-য়' লাগালেই হবে? অন্য যে রাজ্যে লড়েন, জামানত জব্দ হয়, আপনি ভাঙবেন বিজেপির সরকার?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত