
পূর্ব মেদিনীপুর, ৬ নভেম্বর, (হি.স.): ছুটি কাটিয়ে দিঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। পথ দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চার পর্যটক।
বৃহস্পতিবার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে। হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে ২টি গাড়ির। তার মধ্যে একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে একটি টোটো-তেও।
দুর্ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আহত পর্যটকদের। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁদের উদ্ধার করে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের নাম বুবাই দাস, তিনি কলকাতার দিকে যাওয়া গাড়িটির চালক ছিলেন। দিঘামুখী গাড়িতে থাকা দুই পর্যটক সামান্য আহত হলেও বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছেন।
জানা গিয়েছে, ওই গাড়িতে এয়ারব্যাগ থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। তাঁরা এবং অন্য গাড়ির যাত্রীরা প্রাথমিক চিকিৎসার পরে আপাতত স্থিতিশীল রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত