লতেহারে ঘুষ নেওয়ার সময় জেলা পরিষদের এক কর্মীকে গ্রেফতার করল এসিবি
লাতেহার, ৬ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের লাতেহারে দুর্নীতিবিরোধী অভিযানে সাফল্য পেল পালামুর দুর্নীতি দমন শাখা (এসিবি)একটি দলের। বৃহস্পতিবার জেলা পরিষদের কর্মরত প্রধান সহকারি ৬৫০০০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হয়। এসিবি সূত্রে জানা গেছ
লতেহারে ঘুষ নেওয়ার সময় জেলা পরিষদের এক কর্মীকে গ্রেফতার করল এসিবি


লাতেহার, ৬ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের লাতেহারে দুর্নীতিবিরোধী অভিযানে সাফল্য পেল পালামুর দুর্নীতি দমন শাখা (এসিবি)একটি দলের। বৃহস্পতিবার জেলা পরিষদের কর্মরত প্রধান সহকারি ৬৫০০০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হয়।

এসিবি সূত্রে জানা গেছে , ধৃত ব্যক্তির নাম সন্তোষ সিং। লাতেহারে একটি সেতু নির্মাণের কাজ হচ্ছিল। সেই সেতু নির্মাণের ভারপ্রাপ্ত একজন ঠিকাদারের কাছ থেকে বিল পরিশোধের জন্য ৬৫০০০ টাকা দাবি করেছিলেন। নির্মাণ কাজ শেষ করার পরও ঠিকাদার বেশ কয়েকদিন ধরে অর্থ পাওয়ার অপেক্ষায় ছিলেন। বরং তাঁর কাছ থেকে অর্থের দাবি করা হচ্ছিল। হতাশ হয়ে ঠিকাদার পালামু এসিবি টিমের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর, এসিবি দল বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে, ঠিকাদার প্রধান সহকারিকে টাকা দিতে রাজি হয়। প্রধান সহকারির টাকা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই বাড়ির বাইরে অপেক্ষারত এসিবি দল এসে সন্তোষ সিংকে টাকা সহ গ্রেফতার করে ।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande