দিল্লির প্রভাবশালী ব্যক্তিকে খুনের হুমকি, শিলিগুড়ির যুবক ঋতম মহাজন গ্রেফতার
শিলিগুড়ি, ৬ নভেম্বর ( হি. স.) : দিল্লিতে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় নাম জড়াল শিলিগুড়ির ঋতম মহাজন নামের এক যুবকের। বুধবার সন্ধ্যায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় ঋতম। বৃহস্পতিবার দুপুরে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারকের নির্দেশ
পুলিশের হাতে গ্রেফতার


শিলিগুড়ি, ৬ নভেম্বর ( হি. স.) : দিল্লিতে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় নাম জড়াল শিলিগুড়ির ঋতম মহাজন নামের এক যুবকের। বুধবার সন্ধ্যায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় ঋতম। বৃহস্পতিবার দুপুরে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারকের নির্দেশে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, দিল্লির এক প্রভাবশালী ব্যক্তিকে ফোন করে খুনের হুমকি দিয়েছিলেন ঋতম। সেই অভিযোগের ভিত্তিতে ফরিদাবাদ সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের হয়। সূত্রের খবর, মাস দেড়েক আগে ফরিদাবাদে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। সেই ঘটনায় এক গোষ্ঠীর পক্ষ নিয়ে হুমকির ফোন দেন ঋতম।

যদিও গ্রেফতারের পর কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। এনজেপি থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ না খুলে কেবল চেয়ে থাকেন ঋতম। এলাকায় পরিচিত মুখ হওয়ায় বর্তমানে ঋতমের গ্রেফতার নিয়ে জল্পনা ছড়িয়েছে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande